ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫টি নতুন উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫টি নতুন উপশাখার উদ্বোধন

ঢাকা: সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে উপশাখাগুলোর উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।  

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন।  

ব্যাংকের বিভিন্ন আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।

নতুন পাঁচটি উপশাখা হচ্ছে- নওগাঁর নজিপুরে, দিনাজপুরের চিরিরবন্দরে, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, নতুনহাট ও পটিয়ার থানার মোড়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ