ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে পোলট্রি এবং মাছের খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে পোলট্রি এবং মাছের খাবার বিতরণ

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক কৃষকদের মাঝে পোলট্রি এবং মাছের খাবার বিতরণ করেছে। ব্যাংকটির নিজস্ব উদ্যোগে আঞ্চলিক এনজিও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলায় ১ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে চার ধরনের ৬০০ টন পোলট্রি এবং মাছের খাবার বিতরণ করা হয়।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আঞ্চলিক পরিচালক নুরুন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় সিটি ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনী, কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। এখন পোলট্রি এবং মাছের খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমাদের ব্যাংক কৃষকদের সার্বিক উন্নয়নের জন্যে সহায়তার হাত উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।