ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সেক্রেটারি জেনারেল মো. খায়রুল আলম (প্রিন্স)।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের হেড অব রিসার্চ অ্যাসেসমেন্ট মনিটরিং তাকাহিরো উৎসুমি ও আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ড. শায়লা শারমিন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।