ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

দেশে জনপ্রিয় হচ্ছে অনলাইন টিউশন পরিষেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
দেশে জনপ্রিয় হচ্ছে অনলাইন টিউশন পরিষেবা

ঢাকা: বাংলাদেশে অনলাইন টিউশনে কেয়ারটিউটরস নামের একটি প্রতিষ্ঠান এক যুগ ধরে চালিয়ে আসছে তাদের এই কার্যক্রম।  

সম্প্রতি রাজধানীর উত্তরার আজমপুরে নিজস্ব অফিসে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

 একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে।

ঢাকাসহ দেশের ১২টি শহরে ১৩টি ক্যাটাগরির টিউশন নিয়ে চলছে কেয়ার টিউটরস’র বর্তমান কার্যক্রম।

বর্তমানে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তিন লাখেরও বেশি টিউশন প্রত্যাশী বা টিউটর। এছাড়া ৯০ হাজারের ওপরে রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থী।  

এ পর্যন্ত কেয়ারটিউটরস’র অ্যাপটি ডাউনলোড হয়েছে এক লাখেরও বেশিবার। অনডিমান্ড টিউটরও নেওয়া যাবে এই প্ল্যাটফর্ম থেকে।

 একাডেমিক বিষয় ছাড়াও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরবি, ড্রয়িং, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ভাষা শিক্ষা এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টসহ মোট ১৩ ক্যাটেগরির টিউটর আছে এই প্ল্যাটফরমে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।