ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

রাতুল প্রোপার্টিজের সিওও হলেন এএফএম তোফাজ্জল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
রাতুল প্রোপার্টিজের সিওও হলেন এএফএম তোফাজ্জল এএফএম তোফাজ্জল

দেশের প্রথম সারির সেকেন্ডারি এবং ব্র্যান্ড নিউ প্রোপার্টি মার্কেটপ্লেস রাতুল প্রোপার্টিজ লিমিটেডের সিওও হিসেবে যোগ দিয়েছেন আবুল ফজল মো. তোফাজ্জল (এএফএম তোফাজ্জল)।

৩০ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন খ্যাতিমান আবাসন প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি।

 

কর্মজীবনে ট্রপিক্যাল হোমস লিমিটেড, অ্যাসিউরেন্স ডেভেলপমেন্ট লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড ও বিটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এএফএম তোফাজ্জল।  

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এমএসসি, নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সম্পন্ন করেন।  

গ্রাহকের চাহিদা ও সাধ্যের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে দেশের সব প্রাইম লোকেশনে প্রোপার্টি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জের মাধ্যমে সেবা প্রদান করে আসছে রাতুল প্রোপার্টিজ লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ