ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিজনেস অ্যাসোসিয়েটদের নিয়ে আকিজ সিরামিকসের জাঁকালো আয়োজন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
বিজনেস অ্যাসোসিয়েটদের নিয়ে আকিজ সিরামিকসের জাঁকালো আয়োজন

ঢাকা: সম্প্রতি পঞ্চমবারের মতো দেশের বেস্ট সিরামিক ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে দেশের ১ নম্বর সিরামিক ব্র্যান্ড আকিজ সিরামিকস। এ উপলক্ষে দেশজুড়ে ছড়িয়ে থাকা আকিজ সিরামিকসের দীর্ঘদিনের সহযোগী বিজনেস অ্যাসোসিয়েট ও শুভানুধ্যায়ীদের নিয়ে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আলোকি কনভেনশন সেন্টারে ‘আকিজ সিরামিকস সাব্লাইম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড সেলিব্রেশন’ নামে এক জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজনেস অ্যাসোসিয়েট, বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।  

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত দেশ ও দেশের বাইরে আকিজ সিরামিকসের সুখ্যাতি অর্জন এবং সেই ধারা সফলভাবে অব্যাহত রাখতে অসামান্য অবদান রাখায় সব বিজনেস অ্যাসোসিয়েটদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, আকিজ সিরামিকসের এ সাফল্য এসেছে আকিজ সিরামিকসের সঙ্গে কাজ করে যাওয়া সবার অবিরাম প্রচেষ্টায়। পরপর পাঁচ বছর ধরে সেই সাফল্যের স্বীকৃতি অর্জন করতে পেরে আজ আমরা অত্যন্ত গর্বিত।  

তিনি বিশ্বব্যাপী আকিজ সিরামিকসকে সেরা সিরামিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সবার ভাবনার জায়গাকে আরও বেশি সুদূরপ্রসারী করতে অনুপ্রেরণা দেন।  

আকিজবশির গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমাদের সহকর্মী, অংশীদার, ব্যবসায়িক সহযোগী ও আকিজ সিরামিকসের বৃহত্তর পরিবারের সব সদস্যদের নিবেদিত ও অক্লান্ত প্রচেষ্টায় ধারাবাহিকভাবে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসতে পেরেছি। সফলতার ধারা ধরে রাখতে এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যের পর কেক কেটে ও মধ্যাহ্নভোজের মাধ্যমে ‘আকিজ সিরামিকস সাব্লাইম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড সেলিব্রেশন’র আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।