ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম সাউথ জোনের আওতাধীন কক্সবাজারের সব শাখা-উপশাখা, খাতুনগঞ্জ করপোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সি-পার্ল রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুল কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার শাখাপ্রধান মো. আনিসুর রহমান।  

সম্মেলনে প্রধান কার্যালয়, জোন, শাখা-উপশাখার নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।