ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

উত্তরা ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
উত্তরা ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন 

গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে উত্তরা ব্যাংক পিএলসি-এর ‘ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স এন্ড কনফারেন্স অন প্রিভেনশন অব মানি লন্ডারিং-২০২৪ʼ অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান আজহারুল ইসলাম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকবর্গ মাকসুদুল হাসান, মো: আবুল হাশেম (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা), মো: আশরাফ-উজ-জামান, মো: রেজাউল করিমসহ ব্যাংকের নির্বাহীগণ ও সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।