ঢাকা: নিত্যদিনের প্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য দ্রুততম সময়ের মধ্যে খুলনার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সেবা চালু করেছে অনলাইন ভিত্তিক দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম।
নিজস্ব ওয়্যারহাউজের মাধ্যমে সম্প্রতি খুলনা শহরবাসীর প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য যেমন- মাছ, মাংস, চাল-ডাল, ফ্রেশ শাকসবজি ও ফলমূল, বাচ্চাদের ডায়াপার বা পোষ্য প্রাণির খাবারসহ দেশি-বিদেশি ব্র্যান্ডের ৮৫০০+ মুদি পণ্য কেনাকাটার এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ফলে, বাসায় বসে ক্রেতারা ৮৫০০+ পণ্যের বিশাল সম্ভার থেকে অনলাইনে পণ্যের অর্ডার করলে মাত্র ১ ঘণ্টার মধ্যে বাসায় পণ্য পৌঁছে দিবে চালডাল ডটকমের কর্মীরা। তারা কাস্টমার সন্তুষ্টির লক্ষ্যে বিশেষ মূল্যছাড় ও ১টি কিনলে ১টি ফ্রি অফারসহ ৩-৭ দিনের ফ্রি রিটার্ন-রিপ্লেসমেন্ট পলিসিরও সুবিধা দিয়ে থাকে। পাশাপাশি ২৪/৭ কাস্টমার সেবা প্রদানের মাধ্যমে তারা গ্রাহকের যেকোনো সমস্যার সমাধান দিতে বদ্ধপরিকর।
দেশের র্শীষ অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম এরইমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোরে তাদের সেবার পরিধি ছড়িয়ে দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পের জন্য বিখ্যাত রুপালি শহর খুলনা। চালডাল এর লক্ষ্যে হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ক্রেতাদের যেন অহেতুক সময় ও শ্রম ব্যয় করতে না হয় তা নিশ্চিত করা। তাই নাগরিকদের দৈনন্দিন জীবনকে একটু সহজ করার জন্য তাদের দোরগোড়ায় পণ্যসমাগ্রী পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, করোনা মহামারি চলাকালীন ও পরবর্তী সময়ে অনলাইন কেনাকাটার ওপর সাধারণ ক্রেতাদের আস্থা ও নির্ভরতা অনেক বেড়েছে। হোম ডেলিভারি সার্ভিসের ওপর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ব্যবসার শুরু থেকেই কম সময়ের মধ্যে গ্রাহকদের হাতে পণ্য পৌঁছে দিতে সাপ্লাইচেইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে চালডাল ডটকম। দেশের হাজার হাজার পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই অনলাইনে করার সুযোগ করে দেওয়া এবং গ্রাহকদের জীবনকে আরও সহজ করতে মাত্র ১ ঘণ্টার মধ্যে অর্ডারকৃত পণ্য বাসায় পৌঁছে দিতে চালডাল ডটকম প্রতিশ্রুতিবদ্ধ।
অনলাইন কেনাকাটা ক্রমে বেড়ে উঠার সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করে চলেছে ২০১৩ সালে প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান চালডাল ডটকম। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে দেশের তিনটি বিভাগের প্রায় ২৩০+ এলাকায় মাত্র ৯ টাকা ডেলিভারি চার্জে ৮ লক্ষাধিক গ্রাহকের কাছে ডেলিভারি সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। যথাসময়ে পণ্য ডেলিভারি করতে চালডাল ডটকমের ২৫০০+ কর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গেই নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমআরএ