ঢাকা: ইউল্যাবের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে ইন্ডাস্ট্রি পরিদর্শনের আয়োজন করেছে। গত ১৩ জানুয়ারি এ পরিদর্শনের আয়োজন করে।
স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেনসহ ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে ড. মির্জা রাশেদুজ্জামান ও রমিত কুমার সাধুকান শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
পিজিসিবি থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার ড. ফরিদ আহমেদ এবং ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ইলেক্ট্রিক্যাল পাওয়ার ট্র্যান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সুরক্ষা ও গ্রিড সাবস্টেশনের বিন্যাস সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেন। এ পরিদর্শনে পিজিসিবি সাবস্টেশনের স্থানীয় ও রিমোর্ট কন্ট্রোল সম্পর্কেও ধারণা লাভ করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরবি