ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শনে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শনে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছে।  

বৃহস্পতিবার তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক উপস্থিত ছিলেন।  

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।  

প্রতিনিধি দল কারখানার সার্বিক কর্মকাণ্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। দেং দাউ দেং মালেক বলেন, দক্ষিণ সুদানে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।  

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “আফ্রিকা মহাদেশের ৪৭টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমরা আগামীতে দক্ষিণ সুদানে পণ্য রপ্তানিতে ভালো করবো বলে আশা করছি”।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মো. তরিকুল ইসলম, ন্যাশনাল ডিফেন্স কলেজ এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এর চিফ ইনস্ট্রাক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম কামাল, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ