ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইউসিবি-বিটিআই’র মধ্যে সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ইউসিবি-বিটিআই’র মধ্যে সমঝোতা চুক্তি

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য ও সুবিধায় গৃহ ঋণ দেওয়া হবে।  

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটি এম তাহমিদুজ্জামান, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, বিটিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবু নাসির, বিটিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহম্মদ শামসুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ