ঢাকা: স্কুল অব ইঞ্জিনিয়ার্সের ময়মনসিংহের ৮০০ জন প্রকৌশল শিক্ষার্থীকে নিয়ে গত শুক্রবার ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল ক্যারিয়ার মিটআপ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির প্রস্তুতি, করপোরেট ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষাসহ ক্যারিয়ার প্ল্যান নিয়ে বক্তব্য দেন- বসুন্ধরা এলপি গ্যাসের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী জাকারিয়া জালাল, শাওমি বাংলাদেশের ম্যানেজার প্রকৌশলী মো. শাহজালাল, আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বক্তা প্রকৌশলী হাসান মাহমুদ এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহকারী অধ্যাপক ও টিভি উপস্থাপক আতিফ ওয়াফিক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন, কৃষিসেবা গ্রুপের পরিচালক নুরুল আলম রাজীব ও বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক কাইয়ুম বাচ্চু।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ফারিয়া জান্নাত ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের টিম মেম্বার সাজ্জাদ-উল-করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রকৌশল শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ময়মনসিংহের শিক্ষার্থীদের এমন চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরবি