ঢাকা: সাস্টেইনেবল ফাইন্যান্স, সিএসআর, গ্রিন ফাইন্যান্স ও কোর ব্যাংকিং কার্যক্রমে সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিত দেশসেরা ১০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়ায় এক্সিম ব্যাংককে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও জার্মান কো-অপারেশন।
রোববার (২৮ আগস্ট) ঢাকার বিআইবিএম মিলনায়তনে বিআইবিএম ও জার্মান কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে এক্সিম ব্যাংককে এ সম্মাননা পদক দেওয়া হয়।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের পক্ষে জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান ফ্লোরিয়ান হেলেনের হাত থেকে স্বীকৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত, বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
আরবি