ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকরা এখন ঘরে বসেই দেশের শীর্ষস্থানীয় লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসির প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এ সেবার আওতায় গ্রাহকরা তাদের ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক পলিসির প্রিমিয়াম ফি পরিশোধ করতে পারবেন খুব সহজেই।
সম্প্রতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ।
এছাড়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস, সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি ও সেলস প্রমোশন) মো. এনামুল হক, সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) মোহাম্মদ নোমানুল মেহেদী খান, এস ভি পি আইটি এ এম এম মঈজ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে এ চুক্তির ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই খুব সহজে তাদের পলিসির প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। আর এ প্রক্রিয়ায় গ্রাহকদের মূল্যবান সময়ের পাশাপাশি বাঁচবে যাতায়াতের অতিরিক্ত খরচও।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসির প্রিমিয়াম দিতে পারবেন। তন্মধ্যে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক পলিসির প্রিমিয়াম উল্ল্যেখযোগ্য।
পাশাপাশি গ্রাহকরা এ প্রসেসের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বিমা, তাকাফুল বিমা, জন বিমা ও এনপিডিআই এর মতো বিমাসমূহের পলিসির প্রিমিয়াম পেমেন্ট দিতে পারবেন ‘নগদ’-এ।
দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পাবি লিমিটেডের পলিসির প্রিমিয়াম পেমেন্ট সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, নগদ-এর মাধ্যমে দেশের বেশির ভাগ ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম দেওয়া যায়। গ্রাহকদের এখন আর প্রিমিয়াম জমা দিতে আলাদা করে সময় বের করতে হয় না, চাইলেই মুহূর্তে নগদ-এর মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ চুক্তির ফলে আমাদের গ্রাহকরা বেশ উপকৃত হবেন বলে আশা করি।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
আরবি