ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

হ্যাপি মার্ট এখন মোহাম্মদপুরে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
হ্যাপি মার্ট এখন মোহাম্মদপুরে

ঢাকা: বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হ্যাপি মার্ট তাদের ২৪তম আউটলেটটি রাজধানীর মোহাম্মদপুরে উদ্বোধন করেছে।  

প্লাস্টিক ফার্নিচার, হাউজওয়্যার, মেলামাইন, কিচেন অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স এবং আরও অনেক মানসম্মত পণ্য দ্রুত ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার উদ্দেশে মোহাম্মদপুর হাউজিংয়ে নতুন আউটলেটটি যাত্রা শুরু করেছে।

 

এ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে হ্যাপি মার্টে কিছু নির্দিষ্ট পণ্যে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। আর এ অফার চলবে আগামী ২৪ অক্টোবর।

হ্যাপি মার্ট গ্রাহকদের কাছে তাদের সেবা সহজলভ্য করার লক্ষ্যে ঢাকা শহরের প্রধান প্রধান এলাকা ও বাইরের এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।  

মোহাম্মদপুর হাউজিংয়ে নতুন হ্যাপি মার্ট শোরুমের উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, গ্রুপ হেড অব এইচআর হাসান তৈয়ব ইমাম, ডেপুটি জেনারেল ম্যানেজার অব মার্কেটিং জোহেব আহমেদ, বেঙ্গল রিটেইলস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান (হ্যাপি মার্ট)সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।