ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সোয়াপে বিক্রিত পণ্যের দাম ‘নগদ’-এ নিলেই ৫০০০ টাকা পর্যন্ত বোনাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
সোয়াপে বিক্রিত পণ্যের দাম ‘নগদ’-এ নিলেই ৫০০০ টাকা পর্যন্ত বোনাস

ঢাকা: চলমান টি-২০ বিশ্বকাপের আমেজকে আরও বাড়িয়ে দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ নিয়ে এসেছে দারুণ এক অফার। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ নামে এ ক্যাম্পেইনে পুরানো জিনিসপত্র সোয়াপে বিক্রি করে সেই পণ্যের দাম ‘নগদ’-এ নিলেই গ্রাহকরা পাবেন ৫০০০ টাকা পর্যন্ত বোনাস।

 

‘নগদ ডিল-এ বেশি লাভ’ এ অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত। যেখানে সোয়াপের মাধ্যমে বিক্রয় করা পণ্যের মূল্য গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টে নিলে, পণ্যের মূল্যের সঙ্গে অতিরিক্ত ১৩ শতাংশ বা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।  

এ অফারের আওতায় গ্রাহকরা এখন ঘরে বসেই সোয়াপে বিক্রি করতে পারবেন তাদের পুরনো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ এমন আরও অনেক পণ্য। আর সেই বিক্রিত পণ্যের দাম ‘নগদ’ অ্যাকাউন্টে নিলেই গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১৩ শতাংশ বা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত বোনাস।  

অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার এ অফার উপভোগ করতে পারবেন দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকরা। এছাড়া ‘নগদ ডিল-এ বেশি লাভ’ নামে এ ক্যাম্পেইনে এ অফারটি পেতে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।  

অফার সম্পর্কিত সব তথ্য, পণ্য ও সংশ্লিষ্ট সার্ভিসের দায়ভার থাকবে সোয়াপের ওপর। ‘নগদ’ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। এছাড়া এ অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

অফার সম্পর্কে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, সামনেই বিশ্বকাপ আসছে। ডিজিটাল ডিভাইস কেনার জন্য গ্রাহকরা পুরনো পণ্য বিক্রি করে নতুন পণ্য কিনবেন। এখন দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গ্রাহকের খুশি বাড়িয়ে দিতে সোয়াপের সঙ্গে এ অফার নিয়ে এল।

এ অফার চলাকালে ‘নগদ’-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি দেখা দিলে অথবা অফারটি সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানতে গ্রাহকরা ১৬১৬৭ কিংবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে কল করতে পারেন। এছাড়া এ ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ‘নগদ’ কোনো ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। ফলে এ ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতিসহ অংশগ্রহণ কেবল ওই ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।