ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আদালত

মিনুর চার মামলার রুল ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মিনুর চার মামলার রুল ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের আমলে ত্রাণ সামগ্রী আত্মসাতে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে করা ৪ মামলার বাতিল প্রশ্নে জারিকৃত রুল ৬ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
 
সোমবার (১৬ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।


 
আদালতে মিনুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
২০০৮ সালে ত্রাণের চাল ও টিন সামগ্রী আত্মসাতের অভিযোগে রাজশাহীর তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় চারটি মামলা দায়ের করে দুদক।
 
রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারধীন থাকা অবস্থায় মিনু হাইকোর্টে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন।

এ আবেদনের শুনানি নিয়ে ১৮ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ চারটি মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
 
সোমবার সে আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের জারি করা রুল ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন আপিল বিভাগ। ফলে মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল আছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।