মাহমুদুর রহমানের করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের নিষ্পত্তি করে সোমবার (০৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমিন।
মাহমুদুর রহমানের আইনজীবীরা জানিয়েছেন, পাসপোর্ট জমা দেওয়ার শর্তে গত বছরের ৩১ অক্টোবর তাকে জামিন দেওয়া হয়েছিল। আপিল বিভাগের সে আদেশের পুনর্বিবেচনা চেয়ে তিনি আবেদন জানান। শুনানি শেষে আদালত আদেশ দেন।
আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালত মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন।
২০১৩ সালের ১১ এপ্রিল একটি মামলায় গ্রেফতার হন মাহমুদুর রহমান। পরে তার বিরুদ্ধে আরও মামলা হয়। সব মামলায় জামিন পেয়ে গত বছরের ২৩ নভেম্বর তিনি কারামুক্ত হন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
ইএস/এএসআর