ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আদালত

আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির ফরম জমার মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির ফরম জমার মেয়াদ বাড়লো বাংলাদেশ বার কাউন্সিল

ঢাকা: আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার (এমসিকিউ) ফরম পূরণের সময় আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে আগামী ০২ জুন এমসিকিউ পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। এদিকে বিলম্ব ফিসহ ২০০ টাকা দিয়ে আগামী ২১ মে পর্যন্ত ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রোববার (৩০ এপ্রিল) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপের সর্বশেষ তারিখ অনিবার্য কারণ বশত পরিবর্তন করা হলো। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ, ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে’।    

১৩ এপ্রিলের দেওয়া বিজ্ঞপ্তিতে ফরম পূরণ করে ৩০ এপ্রিল জমা দেওয়ার শেষ সময় ছিলো।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।