ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আদালত

সিলেটে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
সিলেটে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

সিলেট: সিলেটে বৃদ্ধা সুরই বিবি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় ওপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ (২৮) একই উপজেলার কাজিরখলার মৃত দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া (৩৫)। তারা কারাগারে আছেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মামলায় চার আসামির দু'জনের সাজা হয়। ওপর দুই আসামির মধ্যে দক্ষিণ সুরমার কাজিরখলার মৃত আব্দুল খালিকের ছেলে রাজু আহমদকে খালাস দেওয়া হয় এবং আরেক আসামি মিন্টু মিয়া মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৪ অক্টোবর রাতে দক্ষিণ সুরমা কাজিরখলা গ্রামের বাসিন্দা সুরই বিবিকে ঘরে ঢোকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে অ্যাডভোকেট জাহানারা বেগম বাদী হয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি দায়ের করেন।

২০১১ সালের ২২ জুন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমার থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল চারজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র (নং-৬৭)  আদালতে দাখিল করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর ৩০২/২৪ ধারায় চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচারকার্য শুরু হয়ে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর এ রায় দেন আদালতের বিচারক।

মামলায় বাদি পক্ষে কৌশুলী ছিলেন অ্যাডভোকেট জাহানারা ও আসামি পক্ষে লুৎফুল কিবরিয়া শামীম।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।