ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি ব্যানেট ও শামু আমমেদ

ঝিনাইদহ: ঝিনাইদহে ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- শৈলকুপা উপজেলার মুস্তাকুর রহমান ওরফে ব্যানেট ও কামান্না গ্রামের শামু আমমেদ।


মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৬ এপ্রিল শৈলকুপার আহসাননগর গ্রামের সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোটরসাইকেলে করে পাওনাদারের কাছ থেকে টাকা আদায় করতে যাচ্ছিলেন। পথে শৈলকুপার কবিরপুর অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে, আসামিরা তাকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যান। সেখানে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর একটি মেহগনি বাগানে মাটিচাপা দিয়ে রাখে। পরদিন নিহতের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ ব্যানেটকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্ত শেষে পুলিশ পরের বছর ২০১১ সালের ১১ মে চারজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়াও অপর আরেক আসামি রাকুকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।