ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

আদালতের পুরোটা সময় সদ্ব্যবহার করতে হবে: প্রধান বিচারপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
আদালতের পুরোটা সময় সদ্ব্যবহার করতে হবে: প্রধান বিচারপতি

কুষ্টিয়া: ‘আদালতের পুরোটা সময় সদ্ব্যবহার করতে হবে। দুপুর ২টার পর আদালত যদি বন্ধ হয়ে যায় তবে লাখ লাখ মামলার জট কোনোদিনই মুক্ত হবে না। মানুষও আর কোর্টে আসবে না। এখনও মানুষের কোর্টের উপরে আস্থা আছে, তাই আদালতে বিচারের জন্য আসছেন।’ 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধনকালে বিচারকদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সময়মতো আদালতে উঠবেন এবং সময়মতো নামবেন।

দুপুরে খাবার খেয়ে আবারও কোর্টে বসবেন। বিকেলে ঠিক নির্দিষ্ট সময়ে নামবেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকী।

অনুষ্ঠানে কুষ্টিয়া আদালতের বিজ্ঞ বিচারক, আইনজীবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।