মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আজাদ মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ মে ভোররাত সাড়ে ৩টার দিকে গৃহবধূ তুলি খাতুনকে যৌতুক দাবিতে তার স্বামী আজাদ মন্ডল পরিবারের লোকজনদের সহযোগিতায় নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে বাড়ির পাশে আমগাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বাবা আলী হোসেন বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন দুলাল বাংলানিউজকে বলেন, গৃহবধূ তুলি খাতুন হত্যার দায়ে মিরপুর থানায় দায়ের করা মামলায় আসামি আজাদ মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার মৃত্যুদণ্ডাদেশসহ এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৭, ২০১৯
জিপি