ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আদালত

শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় এমদাদুল নামে এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালরে বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত এমদাদুল পাবনা জেলার বেড়া উপজেলার ভাটিয়াখড়া গ্রামের ইদ্রিস আলী শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৯ আগস্ট ঘিওর উপজেলার শ্রীধামনগর বাজার এলাকায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন এমদাদুল। বিষয়টি জানার পর শিশুটির বাবা বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এমদাদুলের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।  

সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে উপরোক্ত রায় দেন বিচারক। রায় ঘোষণার সময় আদালতে আসামি এমদাদুল উপস্থিত ছিলেন না। জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।