সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের কামরুল ইসলাম (২৮), একই উপজেলার মেগপাল গ্রামের আরিফ হোসেন (২৮), একই জেলার নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের আরিফ (৪২) ও আতিক (৩৮) ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মো. আনিস (৩৩)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দিনগত রাতে কাউখালীতে নজরুল ইসলাম খান নামে এক মাদ্রাসা শিক্ষকের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ১০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মামলামাল লুট করে নিয়ে যায় পাঁচ/ছয়জন ডাকাত। এ ঘটনার দু’দিন পর ২৮ জুলাই ভুক্তভোগী নজরুল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কাউখালী সদর থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় কামরুল ইসলাম ও আরিফ হোসেন নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৩ সালের ২৫ মার্চ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ প্রামাণিত হওয়ায় পাঁচ ডাকাতকে দণ্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় মিলন হাওলাদার নামে একজনকে বেকসুর খালাস দেওয়া দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস