ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কাকে জানাবো, মিডিয়াকে? তামিমের নেতৃত্ব ইস্যুতে প্রশ্ন পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
কাকে জানাবো, মিডিয়াকে? তামিমের নেতৃত্ব ইস্যুতে প্রশ্ন পাপনের ছবি : শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেটের সবকিছুই হয় কাছাকাছি সময়ে এসে। দিন তিনেক পরই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আজই (বৃহস্পতিবার) ঢাকায় আসছে পূর্ণশক্তির ভারতীয় দল। বাংলাদেশের জন্য সিরিজটি নানা কারণে গুরুত্বপূর্ণ।

তবে এর আগে দুশ্চিন্তাও ভর করেছে টাইগার শিবিরে। তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। উদ্বোধনী ব্যাটার ও অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও রয়েছে শঙ্কা। শোনা যাচ্ছে, প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি। এমন হলে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না তাকে।  

তামিম না থাকলে দলের নেতৃত্ব দেবেন কে? তার ইনজুরি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। দীর্ঘদিন ধরে সহ-অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেওয়ার কথা চললেও এখনও দেওয়া হয়নি দায়িত্ব। তাহলে তামিমের অনুপুস্থিতিতে কে নেতৃত্ব দেবেন?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, তামিমের অবস্থা জানার পর সিদ্ধান্ত নেবেন তারা। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সহ-অধিনায়ক এখন পর্যন্ত আমরা ঠিক করিনি। (তামিম খেলতে না পারলে) আমরা পরে সিদ্ধান্ত নেবো। আগে আনুষ্ঠানিকভাবে শুনি কতদিনের জন্য খেলতে পারবে না। ’

‘এটা (তামিম ইনজুরি) যদি এক ম্যাচ হয় তাহলে এক জিনিস, যদি পুরো সিরিজ হয় তাহলে আরেক জিনিস। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। পুরো তথ্যটা পেয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ’

তামিমের নেতৃত্ব নিয়েও জলঘোলা কম নেই। মাশরাফি বিন মুর্তজার পর ওয়ানডে দলের দায়িত্ব উঠে তার কাঁধে। কিন্তু কতদিনের জন্য দায়িত্ব পেয়েছেন সেটি জানানো হয়নি। আগামী বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব কি তামিম দেবেন?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত তো তাই-ই আছে। আমরাতো বদলাইনি। এভাবে কেউ বলে নাকি যে ওই সিরিজ পর্যন্ত? এভাবে সাধারণত আমরা বলি না। ও অধিনায়ক মানে অধিনায়ক। অধিনায়ক ইস্যু নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো চিন্তা নেই। অন্য কোনো দ্বিমত আমরা পাইনি যে কি করবো না করবো। ’ 

তামিমকে জানানো হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘মানে কাকে জানাবো? মিডিয়াকে? তামিম জানে না? ও কি বলেছে ও জানে না? আমি এ জিনিসটা বুঝলাম না। ওকে গিয়ে জিজ্ঞেস করেন না। ওর পরিকল্পনা আছে কি না ওকে জিজ্ঞেস করেন না। আমরাতো জানি সবাই জানে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। দ্বিধা দ্বন্দ্বও নাই। ’

বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।