ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নেই শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নেই শামি

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে খেলা হচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মদ শামির।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর অনুশীলে হাতে চোট পান তিনি। এই ইনজুরিতে শুধু ওয়ানডেই নয়, টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শামির জায়গায় ওয়ানডেতে নেওয়া হয়েছে উমরান মালিককে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি জানিয়েছে বিসিসিআই।  

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশেই আসেননি শামি। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন সারবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাকে চাইবে ভারত। কারণ ফাইনাল খেলতে প্রতিটি ম্যাচই জেতা জরুরি তাদের।

৬০ ম্যাচে ২১৬ উইকেট নিয়েছেন শামি। তার জায়গায় দলে ঢুকতে পারেন ‘এ’ দলের হয়ে বাংলাদেশে আসা মুকেশ কুমার ও নবদ্বীপ সাইনি। প্রথম চারদিনের ম্যাচে অভিষেক না হওয়া নবদ্বীপ তিন ও দুই টেস্ট খেলা সাইনি নিয়েছেন চার উইকেট।  

শামি ছাড়াও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া সিরিজটিতে নেই তারকা পেসার জসপ্রিত বুমরাহও।

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।