ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শূন্যতে ফিরলেন শান্ত, আশা লিটন-বিজয়ের ব্যাটে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
শূন্যতে ফিরলেন শান্ত, আশা লিটন-বিজয়ের ব্যাটে ছবি: শোয়েব মিথুন

অল্প রানের লক্ষ্য। আশাটাও তাই বড়।

বল হাতে সাকিব আল হাসান নিয়েছেন পাঁচ উইকেট। ভারত অলআউট হয়েছে দুইশর আগেই। বাংলাদেশের জন্য ব্যাট হাতে দরকার ছিল কেবল একটি ভালো শুরুর। সেটি আসলো না শূন্য রানেই সাজঘরে ফেরত গেলেন নাজমুল হোসেন শান্ত।  

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। বাংলাদেশের সামনে তারা দেয় ১৮৭ রানের লক্ষ্য।  

জবাব দিতে নেমে একদম প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তার অফ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়া বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত।  

এরপর দলের হাল ধরেছেন লিটন দাস ও এনামুল হক বিজয়। ছয় ওভার শেষে বাংলাদেশ করেছে ১৭ রান। ১৪ বলে ৫ রান করে লিটন ও ২১ বলে ১২ রান করে অপরাজিত আছেন বিজয়।  

বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।