ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের বিকল্প হবেন মিরাজ? ডমিঙ্গো বললেন, ‘হয়তো’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
সাকিবের বিকল্প হবেন মিরাজ? ডমিঙ্গো বললেন, ‘হয়তো’

অবিশ্বাস্য এক ম্যাচই দলকে জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর মোস্তাফিজুর রহমানকে নিয়ে গড়েছেন ৫১ রানের শেষ উইকেট জুটি।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ১-০তে।

সেই স্বস্তি সঙ্গী করেই দ্বিতীয় ওয়ানডেতে নামবে টাইগাররা। প্রথম ওয়ানডেতে বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, রান করেছেন ব্যাট হাতেও। এই অলরাউন্ডারের বিকল্প হিসেবে অনেকদিন ধরেই নাম শোনা যায় মিরাজের।

সিরিজ জয়ের হাতছানি দেওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসার পর এমন প্রশ্ন শুনতে হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোকেও। শুরুতে তিনি মজাই করলেন কিছুটা। বললেন, ‘যদি সে বাঁ হাতে বল করে, তাহলে...’

পরক্ষণেই সিরিয়াস হয়ে ডমিঙ্গো টানলেন জ্যাক ক্যালিসের উদাহরণও, ‘দেখুন। দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা তেমন বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে না ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার। এই ধরনের ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। ’

‘এই ধরনের ক্রিকেটার পাওয়া খুব কঠিন। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই। ’

মিরাজ তার বিকল্প হতে পারেন কি না এই প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘যতদিন সম্ভব তাকে বাংলাদেশের হয়ে দেখতে চাই যতদিন আমরা খুঁজে না পাই যে হয়তো তার কাজটা করতে পারবে। মিরাজ কি তেমন হতে পারে? হয়তো। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে। ’

বাংলাদেশ সময় : ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।