ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই চারের পর ফিরে গেলেন বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
দুই চারের পর ফিরে গেলেন বিজয় ছবি : শোয়েব মিথুন

অনেকটা চমকে দিয়েই টস জিতে বাংলাদেশ বেছে নিলো ব্যাটিং। প্রথম ওভার থেকে এলো কেবল এক রান।

এরপর দারুণ দুই বাউন্ডারি হাঁকিয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর ক্যাচ ছেড়ে তাকে সুযোগ দেন রোহিত শর্মা। কিন্তু পরের বলেই বিজয় হয়ে গেলেন এলবিডব্লিউ।  

বুধবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। শুরুতে ব্যাট করতে নেমে দ্বীপক চাহারের করা প্রথম ওভার থেকে এক রান নিতে পারেন দুই ওপেনার।  

সিরাজের করা দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান এনামুল হক বিজয়। প্রথমে মিড উইকেট অঞ্চল দিয়ে ফ্লিক করেন, পরে কাভার ড্রাইভে হাঁকান চার। চতুর্থ বলে স্লিপে বিজয়ের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। হাতে চোট নিয়ে মাঠও ছাড়তে হয় তাকে।  

পঞ্চম বলে সিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলেও বাঁচতে পারেননি বিজয়। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান করেছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০২২ 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।