ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রেয়াসকে ফিরিয়ে মিরাজের ব্রেক-থ্রু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
শ্রেয়াসকে ফিরিয়ে মিরাজের ব্রেক-থ্রু

চার উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল। তখন দলকে পথ দেখান শ্রেয়াস আইয়ার।

তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। একপ্রান্তে লড়তে থাকা শ্রেয়াস অর্ধশতক তুলে নেন ৬৯ বলে। অক্ষরের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। এরপর ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ।

৩৫ ওভারের শেষ বলে মিরাজের বলে আফিফের হাতে ক্যাচ তুলে দেন শ্রেয়াস। ফেরেন ১০২ বলে ৮২ রান করে। অপরপ্রান্তে থাকা অক্ষর অবশ্য লড়তে থাকেন। ওয়ানডেতে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ৫০ বলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে সফরকারী দল।  

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারায় ভারত। ইনজুরিতে আক্রান্ত রোহিত শর্মার বদলে ওপেনিংয়ে নামলেও ব্যাট হাতে রান পাননি বিরাট কোহলি। দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসার এবাদত হোসেনের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় ব্যাটার (৫)।  

কোহলির পর টিকতে পারেননি আরেক ওপেনার শিখর ধাওয়ানও। ইনিংসের তৃতীয় ওভারে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন শিখর। এরপর ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসা ওয়াশিংটন সুন্দরকে (১১) দ্রুত ফেরান সাকিব আল হসান। বাঁহাতি স্পিনারের প্রথম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সুন্দর। ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত।

বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি রাহুল। মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে তিনি ফেরেন ১৪ রান করে।

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের সামনে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ দেয় স্বাগতিকরা।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।