ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রান নিয়ে খুশি, ভারতের চাওয়া ৩৫০

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
রান নিয়ে খুশি, ভারতের চাওয়া ৩৫০ ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : প্রথম সেশনে ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দিনশেষে ভারতের ৬ উইকেট নেই ২৭৮ রানে।

ব্যাটারদের জন্য পিচ এখনও ততটা কঠিন মনে হচ্ছে না। তবে সকালে অসমান বাউন্স ছিল। মাঝেমধ্যেই টার্ন করেছে স্পিনারদের বল।

চার উইকেট হাতে নিয়ে কতদূর যাবে ভারত? প্রথম দিনে ৯০ রানে আউট হয়ে গেছেন চেতেশ্বর পূজারা। ক্রিজে তিনি ছিলেন ২০৩ বল। দীর্ঘক্ষণ উইকেটে থাকায় আচরণ নিয়ে ভালোই ধারণা কথা তার। পূজারা বলছেন, স্কোরবোর্ডের রান নিয়ে খুশি তারা; চাওয়া ৩৫০ রান।  

পূজারা বলেন, ‘এখনও বেশি রান হয়নি। উইকেট দেখে মনে হচ্ছে ভালো রান হয়েছে কিন্তু আমরা ৪/৫ উইকেট হারালে আরও ভালো অবস্থানে থাকতাম। তবে স্কোরবোর্ডে ৩৫০'র মত রান তুলতে পারলে ভালো সংগ্রহ হবে। আমরা দেখেছি উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে, আমাদের তিন জন স্পিনার আছে। পেসাররাও ভালো করছে, অনেক সময় বল নিচু হচ্ছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ নয়। ’

তাইজুলের বলে আউট হয়েছেন পূজারা। বাংলাদেশি স্পিনার বেশ কয়েকবারই অফ স্টাম্পের বাইরে বল ফেলে পরাস্ত করছিলেন তাকে। কিন্তু পাচ্ছিলেন না উইকেটের দেখা। শেষ বিকেলে অবশেষে পেয়েছেন, অফ স্টাম্পের খানিকটা বাইরে পড়া বল হালকা টার্ন করে উইকেটে আঘাত হেনেছে।

এ নিয়ে পূজারা বলেছেন, ‘তাইজুল খুব ভালো বল করেছে। এটা এমন পিচ বোলার হয়েও আপনাকে ধৈর্য ধরতে হবে। সে লাইন-লেন্থে ধারাবাহিক ছিল। আজকের দিনের অন্যতম কঠিন বোলার ছিল। আমার মনে হয় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা স্কোরবোর্ড নিয়ে খুশি। যদি কালকে কিছু রান যোগ করতে পারি, এটা ইন্টারেস্টিং হবে। ’

উইকেট নিয়ে পূজারা বলেন, ‘আমি যেভাবে ব্যাট করেছি দেখেই মনে হচ্ছিল উইকেট সহজ না। তবে যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। অনেক সময় আপনার মনোযোগ সেঞ্চুরির দিকে ছুটলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। যেন ম্যাচ জয়ের সুযোগ থাকে। ’

‘উইকেট যেখে মনে হচ্ছে এই টেস্টে ফলাফল হবে। তাই আমাদের স্কোরবোর্ডে রান প্রয়োজন ছিল। শ্রেয়াসের সঙ্গে আমার জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এছাড়া পন্থের সঙ্গে তিন উইকেট হারানোর পর জুটি হয়েছিল। একটা সময় ছিল জুটি গড়তেই হতো স্কোরবোর্ডে ভালো রান পেতে। তাই আমি সেঞ্চুরি মিস নিয়ে হতাশ নই, যেভাবে ব্যাট করেছি খুশি। এভাবে খেলতে থাকলে সেঞ্চুরি চলে আসবে। ’

বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।