ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘খুব ভালো ব্যাটিং করেছ’- জাকিরকে বলেছিলেন দ্রাবিড়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
‘খুব ভালো ব্যাটিং করেছ’- জাকিরকে বলেছিলেন দ্রাবিড় ছবি: উজ্জ্বল ধর

একটু আগেই অসাধারণ এক কীর্তি গড়ে এসেছেন। দলের অবস্থা যেমনই হোক; জাকির হাসান ঠাঁই করেছেন ইতিহাসে।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে শতরানের জুটি গড়েছেন। পরে নিজেও পেয়েছেন সেঞ্চুরি। তার আগে অভিষেকে সেঞ্চুরি আছে কেবল চারজনের, উদ্বোধনী ব্যাটার হিসেবে জাকিরই প্রথম।

ধৈর্য, সংযম ও দলের জন্য লড়তে চাওয়ার ছাপ ছিল জাকিরের পুরো ইনিংসজুড়ে। তবুও জাকির সংবাদ সম্মেলনে থাকলেন বেশ নির্লিপ্ত। উচ্ছ্বাসের ছিটেফোঁটাও থাকলো না, কথাও বললেন মেপে মেপে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলন কক্ষে আসতে হয় পুরো মাঠ পেরিয়ে।

ওই পথেই দেখা ভারতের কোচ ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে। টুুকটাক কথাও তাদের হয়েছে। কী বলেছিলেন সেটিই জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে। জবাবে জাকির বলেছেন, ‘স্যার বলেছেন যে, খুব ভালো ব্যাটিং করেছ। আর অভিনন্দন জানিয়েছে আর কী। ’

১৬৪ টেস্ট খেলা দ্রাবিড়ের ১৩ হাজারের বেশি রান রয়েছে। এমন একজনের কাছ থেকে অভিবাদন পেয়ে কেমন লাগছে? জাকির এ নিয়ে বলেন, ‘এমন গ্রেট একজন প্লেয়ার, গ্রেট একজন কোচ এসে যদি অনুপ্রেরণা দেয়, অবশ্যই খুব ভালো লাগে। ’

শুধু রাহুল দ্রাবিড়ই নন, জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিও। আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাঠে থেকেই দেখেছেন জাকিরের সেঞ্চুরি। এরপর তাকে জানিয়েছেন অভিনন্দনও, ‘উনি অভিনন্দন জানাচ্ছিলেন। আমি ধন্যবাদ দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।