ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুর টেস্টেও রোহিতকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মিরপুর টেস্টেও রোহিতকে পাচ্ছে না ভারত

ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক তিনি। কিন্তু ইনজুরির কারণে খেলা হয়নি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে।

এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা। আঙুলের ইনজুরি  থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তার পরিবর্তে মিরপুর টেস্টেও ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।  

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ফেটে যায় রোহিতের। সেই ভাঙা আঙুল নিয়েই ২৮ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু ভারতকে জেতাতে পারেননি। এর পরদিনই দেশে ফিরে যান তিনি। সেখানেই চলছে তার পুনার্বাসন প্রক্রিয়া।

রোহিতের অবস্থা যদিও বেশ উন্নতির দিকে। তবে ভারতীয় ক্রিকেটের আগামী দুই মাসের ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে কোনো ঝুঁকি নিতে নারাজ তিনি। তাই তাকে ছাড়াই ফের সাদা পোশাকে খেলবে সফরকারীরা।   

চট্টগ্রাম টেস্ট শেষে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল। দুই দলই আগামীকাল থেকে অনুশীলন করবে। আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এদিকে, প্রথম টেস্টে ১৮৮ রানের বড় জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। বাংলাদেশ সফর শেশে জানুয়ারিতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে তারা। ফেব্রুয়ারি থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।