ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন-মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক, শ্রীরামকে নিয়মিত কোচ চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
লিটন-মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক, শ্রীরামকে নিয়মিত কোচ চায় বিসিবি

লিটন দাস ইতোমধ্যেই নেতৃত্ব দিয়ে ফেলেছেন। তার অধিনায়কত্বে কয়েকদিন আগেই ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

ভবিষ্যৎ অধিনায়ক ভাবনায় বরাবরই থাকেন মেহেদী হাসান মিরাজও। এদের দুজনকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছে বিসিবিও।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা সাকিব এবং তামিমকে দিয়ে চালিয়ে যাবো।  এখনো ঘোষণা করিনি বটে, তবে তামিমকে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবে। লিটন তো ওয়ানডেতে (অধিনায়ক হিসেবে) ভালো করেছে। টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে পারবে। এ ছাড়া মিরাজও ভবিষ্যৎ অধিনায়ক। সোহানকে নিয়েও আমরা চেষ্টা করছি। নতুন ছেলেরা এখন দায়িত্ব নিতে পারে। ’

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিক্যাল পরামর্শক হিসেবে আসেন শ্রীধরন শ্রীরাম। তার অধীনে বিশ্বকাপও খেলে বাংলাদেশ। ভারতীয় এই কোচের কাজে সন্তুষ্ট বিসিবি। শ্রীরামের কোচিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করলেও শ্রীরাম দেখিয়ে দিয়েছেন খেলোয়াড়দের মানসিকতা দ্রুত বুঝতে পারার ক্ষমতা এবং অসীম ধৈর্য আছে তার। আমি মনে করি তিনি (শ্রীরাম) খেলোয়াড়দের খুব ভালোভাবে সামলাতে পারবেন। খেলোয়াড়দের সঙ্গে যখন যেমন প্রয়োজন, তেমনই আচরণ করেন। আমি দেখেছি, তিনি একটা সামান্য ভুলের জন্য খেলোয়াড়দের তিরস্কার করেছেন, আবার প্রয়োজনের সময় পাশে বসিয়ে গল্পও করেছেন। ’

‘শ্রীরামের চিন্তায় গভীরতা আচে। সে প্রো-অ্যাকটিভ কোচ। তিনি খেলোয়াড়দের ধরে ধরে শেখাতে পারেন। তিনি খেলোয়াড়দের মন খুব ভালোভাবে পড়তে পারেন। দ্রুত হতাশ হন না।  খেলোয়াড়দের ধৈর্য ও আত্মবিশ্বাসের বার্তা দেন। ’

বাংলাদেশ সময় : ২০৫৮ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।