ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কত রান করবে সংখ্যায় বলতে চায় না ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কত রান করবে সংখ্যায় বলতে চায় না ভারত ছবি: শোয়েব মিথুন

চট্টগ্রাম টেস্টে বেশ রানই তুলেছিল ভারত। প্রথম ইনিংসে ৪০৪ রান করে অলআউট হয় তারা।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের বিপক্ষে ৫১৩ রানের লক্ষ্য দিয়ে তারা জয় পায় ১৮৮ রানের বড় ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হবে, এটা ছিল অনুমিতই।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মিরপুরে খেলবে ভারত। এই ম্যাচের উইকেট আলাদা হওয়ার কথা। সাধারণত সাহায্য করে স্পিনারদেরই। এই উইকেটে কত রানে চোখ ভারতের? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দেননি দেশটির ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
 
তিনি বলেছেন, ‘আমি এটার উত্তর দিতে পারবো না। নির্ভর করছে কেমন উইকেট পাই। আমার দেখিনি, উইকেটে এখনও অনেক ঘাস আছে। যেখানেই খেলা হোক, যত বেশি সম্ভব রান করতে চাই। আমি এটা সংখ্যায় বলতে পারবো না (কত করবো)। যদি আগে ব্যাট করি, বড় রান করতে চাই। এরপর দেখা যাক কী হয়। ’

মিরপুরের উইকেট নিয়ে রাঠোর বলেন, ‘যখন আপনি উপমহাদেশে খেলবেন, টার্ন করবে এমন প্রত্যাশাই করবেন। এরপর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো, সেখানেও এমন উইকেটই থাকার কথা। আমাদের জন্য ভালো অনুশীলন, ভারতের ব্যাটারদের জন্যও প্রস্তুতি হচ্ছে ঠিকঠাক। টেকনিক্যালি বিশেষ কিছুর ব্যাপারে আমরা কথা বলেনি। ভালো ক্রিকেট খেলার দিকে তাকিয়ে আছি। ব্যাটারদের খুঁজে বের করতে হবে এখানে তারা কী ধরনের শট খেলবে। ’

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে রীতিমতো তিন বোলার নিয়ে। পিঠের চোটে এবাদত হোসেন ও কাঁধের ব্যথায় বোলিং করেননি সাকিব আল হাসান। এই টেস্টে বাংলাদেশ অধিনায়ক বল করবেন, একাদশে ফিরবেন তাসকিন আহমেদও। চ্যালেঞ্জ কেমন হবে ভারতের জন্য?

ভারতের ব্যাটিং কোচ বলেছেন, ‘তারা ভালো বোলিং অ্যাটাক, কোনো সন্দেহ নাই। খুব ভালো ম্যাচ হয়েছে শেষটি। আমাদের ব্যাটাররা যেভাবে রান করছে, তাতে আত্মবিশ্বাসী। এটা ভালো টেস্ট হবে কোনো সন্দেহ নাই। দুই পক্ষ থেকেই ভালো ক্রিকেট আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।