ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের লিড

অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো নেমেছিলেন ব্যাটিংয়ে। কেইন উইলিয়ামসন পেয়ে গেছেন সেঞ্চুরিও।

এর আগে তিন অঙ্কের দেখা পান টম লাথাম। তাতে ম্যাচে লিড পেয়েছে নিউজিল্যান্ড।  

করাচিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে তৃতীয় দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৪৪০ রান করেছে নিউজিল্যান্ড।

কোনো উইকেট না হারিয়ে ১৬৫ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। শুরুতেই ফিরে যান ডেভন কনওয়ে। ১৭৬ বলে ৯২ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  

তবে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার টম লাথাম এদিন পান সেঞ্চুরির দেখা। ১০ চারে ১৯১ বলে ১১৩ রান করে আবরার আহমেদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।  

তারা ফেরার পর নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কেইন উইলিয়ামসন। ২২২ বলে ১০৫ রান করে অপরাজিত আছেন তিনি। ২০ বলে ১ রান করা ইশ সোধিকে নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন উইলিয়ামসন।  

বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।