ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহে কোচ হয়ে বাংলাদেশে ফিরবেন?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
হাথুরুসিংহে কোচ হয়ে বাংলাদেশে ফিরবেন?

রাসেল ডমিঙ্গো হেড কোচের দায়িত্ব ছেড়েছেন ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই আলোচনায় কে হবেন বাংলাদেশের পরবর্তী কোচ।

দুইজন আলাদা কোচ নিয়োগ দেবে বিসিবি, এটা মোটামুটি নিশ্চিতই। এর সঙ্গে থাকবেন একজন পারফরম্যান্স ডিরেক্টর।

ওয়ানডে ও টেস্টের জন্য নতুন হেড কোচ হিসেবে বেশ কিছু নামই শোনা যাচ্ছে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইক হাসি বা প্রোটিয়া ল্যান্স ক্লুজনাররাও আছেন আলোচনায়।

তবে দৌড়ে এখন অবধি সবচেয়ে এগিয়ে হাথুরুসিংহে। ক্রিকেটারদের ওপর তার কতৃত্ব দেখানোর দক্ষতার কারণে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে আছেন তিনি। যদিও এ নিয়ে কিছু বলতে চাইছে না তারা। বৃহস্পতিবার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, কারও নাম বলা হবে বিব্রতকর।

তিনি বলেন, ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে এক্স্যাক্টলি আমি এখনই বলে দিতে পারবো। আমাদের একজন গতকালকেই পদত্যাগ করেছে, এই পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এই ব্যাপারে কাজ করবো। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো। ’

‘এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে। আমরা চাইবো বিষয়টা আপনারা এভাবেই দেখেন। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করবো। ’

কবে নাগাদ নতুন কোচ দেখা যেতে পারে এমন প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।