ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ভারতকে অধিনায়ক বদলাতে বাধ্য করেছে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
‘ভারতকে অধিনায়ক বদলাতে বাধ্য করেছে পাকিস্তান’

ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর সবকিছু ওলট-পালট হয়ে যায় পাকিস্তান ক্রিকেটে। রমিজ রাজা সরিয়ে বোর্ডের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।

তাতে বেশ ক্ষুব্ধই হয়েছেন রমিজ রাজা।  

সাবেক এই চেয়ারম্যানের অধীনে পাকিস্তান ২০২১ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে, পরের বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের ফাইনালেও নাম লেখায় তারা। শুধু তা-ই নয়, পাকিস্তানের এগিয়ে যাওয়ার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অধিনায়ক পর্যন্ত বদলাতে বাধ্য করেছে বলে জানান রমিজ।

তিনি বলেন, ‘সাদা-বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছি আমরা। এশিয়া কাপ  ফাইনাল খেলেছি, ভারত খেলেনি। বিলিয়ন-ডলার ইন্ডাস্ট্রির ভারত আমাদের পেছনে ছিল। তারা তাদের প্রধান নির্বাচক, নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে। অধিনায়ক বদলেছে কারণে পাকিস্তানের এগিয়ে যাওয়া তারা হজম করতে পারেনি। ’

বাবরের অধিনায়কত্ব নিয়ে সম্প্রতি প্রচুর সমালোচনা হচ্ছে। রমিজ বলেন, ‘দলকে একত্রিত রাখার জন্য নিজের সেরাটা দিয়েছি আমি। বাবরকে ক্ষমতা দিয়েছে। ক্রিকেট সেই বিরল খেলাগুলোর মধ্য অন্যতম যেখানে অধিনায়কত্বের  প্রাসঙ্গিকতা থাকে। যদি আপনার অধিনায়ক শক্তিশালী হয়, তাহলে রেজাল্ট আসবে এবং আমরা রেজাল্ট দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।