বাংলাদেশের ক্রিকেটে প্রথম বৈশ্বিক সাফল্য এসেছে বয়সভিত্তিক পর্যায় থেকে। ২০২০ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে আকবর আলীদের দল।
এই টুর্নামেন্টে খেলার জন্য পহেলা জানুয়ারি দেশ ছাড়বে দিশা বিশ্বাস দিয়ার নেতৃত্বাধীন দল। এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক। আকবর আলীদের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে তাদেরও, বলছেন দিশা।
তিনি বলেছেন, ‘(আকবর) ভাইয়েরা যেখান থেকে সাফল্য নিয়ে এসেছেন, আমাদেরও ওইভাবে পরিকল্পনা ও চিন্তাভাবনা আছে যে ভাইয়েরা যদি কিছু করতে পারে, আমরাও পারব। ’
দিশার অনুপ্রেরণায় আছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও, ‘অবশ্যই অনুপ্রাণিত করে। সাকিব ভাইয়া বিশ্ব র্যাঙ্কিংয়ের ওপরের দিকের ক্রিকেটার। আমাদেরও স্বপ্ন উনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারব। তবে সত্যিই অনেক আশা থাকে যে ভাইয়া কিছু করছে। আমাদেরও কিছু করতে হবে। উনার পদচিহ্ন অনুসরণ করেই আমাদের যেতে হবে। ’
গত কয়েক মাস ধরেই নিবিড় অনুশীলন করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাওয়া মেয়েরা। মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা গেছে তাদের। দলকে নিয়ে আত্মবিশ্বাসী দিশা। কোনো বড় নামে ভয় পেতে চান না বাংলাদেশ অধিনায়ক।
দিশা বলছিলেন, ‘মাঠে যারা ভালো করবে তারাই ভালো দল। আমি কাউকে বড় করে দেখছি না, কাউকে ছোটও করছি না। যে মাঠে খেলবে সে-ই। এখন অস্ট্রেলিয়া আছে, তারা নামে ভালো, খেলেও ভালো। তবে আমি যেটা বললাম, আমার দল নিয়ে আমি খুবই ইতিবাচক। আমরা সবাই যদি একসাথে পারফর্ম করতে পারি তাহলে শুধু অস্ট্রেলিয়া কেন, সব দলকেই হারাতে পারব। ’
দলের শক্তির জায়গা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ওভারল সবকিছুই আমার (দলের) শক্তির জায়গা। কারণ আমরা কাউকে আলাদা করে বলছি না যে এটা এমন বা ওটা তেমন... শুধু সবাই মিলে ভালো খেলতে পারি, দলের ফল ইতিবাচক আসবে। ’
‘আমাদের দলে পেস বোলিং অলরাউন্ডার বেশি। আমিও পেস বোলার। বাইরের উইকেটগুলো এমন হয় যে বাউন্স বেশি পাওয়া যায়। তাই পেস বোলারদের সুবিধাটা বেশি আসবে আমি মনে করি। ওইটা ধরে আমরা সব দিকেই আমাদের গ্যাপ পূরণ করেছি। ’
আগামী ১৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দিশার দল। টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমএইচবি/এএইচএস