আইপিএলের নিলামে প্রথমে অবিক্রিত থাকলেও পরে দল পান লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
প্রথমবারের মতো আইপিএলে দল পেয়ে রোমাঞ্চিত লিটন। কলকাতার হয়ে খেলতে মুখিয়ে আছেন এই ড্যাশিং ওপেনার। তাই দলটির ভক্তদের জানালেন, খুব দ্রুতই দেখা হচ্ছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে লিটন বলেন, ‘আমি লিটন কুমার দাস। এটি আমার প্রথম আইপিএল। তাই কেকেআর পরিবারের অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত আমি। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…। ’
এদিকে, অষ্টম বাংলাদেশি হিসেবে আইপিএলে অংশ নিতে যাচ্ছেন লিটন। জাতীয় দলের মতো আইপিএলেও লিটন সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। কলকাতার অবশ্য চেনা মুখ সাকিব। এর আগে সাত মৌসুম দলটিতে খেলেছেন তিনি। এছাড়া, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে নিলামে ছেড়ে না বরং ধরে রেখেছে দিল্লি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এএইচএস