ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লেন হাথুরুসিংহে

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের পদটি ফাঁকা আছে। সেই শূন্যস্থান চন্ডিকা হাথুরুসিংহে পূরণ করবেন এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে।

যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে গুঞ্জনের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন হাথুরুসিংহে নিজেই। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এই লঙ্কান।

হাথুরুর চাকরি ছাড়া প্রসঙ্গে নিউ সাউথ ওয়েলস পুরুষ ক্রিকেটের হেড মাইকেল ক্লিঞ্জার বলেন, 'শেষ দুই বছরে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস, দ্য ব্লুস ও সিডনি থান্ডারের হয়ে অসাধারণ অবদান রেখেছেন চন্ডি এবং তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। তবে তার আন্তর্জাতিক দলে কোচিং করানোর ইচ্ছাটা আমরা পুরোপুরি বুঝি  এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমরা তাকে শুভকামনা জানাই। '

তাহলে কি বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে? ইঙ্গিতটা এমনই মিলছে। যদিও গতকাল সিলেটে নতুন কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘এখনো তাই। চলে আসবে। আমি তো জানি না। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। খবর তো আমি দেইনি। দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। আসবে। কে আসবে সেটা এখনো বলবো না। ’

কবে হেড কোচ আসবে এ নিয়ে প্রশ্নের জবাব দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাবো। ’

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ ২১ টেস্টে ৬, ৫১ ওয়ানডেতে ২৫ ও ২৯ টি-টোয়েন্টিতে ১০টি জয় পেয়েছে বাংলাদেশ। এদিকে, গত ডিসেম্বরে ভারত সিরিজের পর টাইগারদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।