ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সাকিবের ‘নো কমেন্টস’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
হাথুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সাকিবের ‘নো কমেন্টস’ ফাইল ছবি

সিলেট থেকে: গুঞ্জন বহুদিন ধরেই। ফের বাংলাদেশের কোচ হয়ে আসছেন চান্দিকা হাথুরুসিংহে, এমন আলোচনা চলছেই।

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পর ব্যাপারটা এখন আরও বেশি পোক্ত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিকতাই বাকি এই লঙ্কানের বাংলাদেশে ফেরা।  

হাথুরুসিংহে ফিরলে ব্যাপারটা কেমন হবে, এ নিয়ে জল্পনা-কল্পনার কমতি নেই। এখন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। তার ভাবনা আসলে কী? মঙ্গলবার সিলেটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয়। জবাবে সাকিব বলেছেন, ‘নো কমেন্টস (কোনো মন্তব্য নেই)। ’

এর আগেও বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ওই সময় সাকিব কাজ করেছেন হাথুরুসিংহে। তিনি আসলে দলের জন্য কেমন হবে? সাকিব বলছেন কেবল, ‘ঠিক আছে। ’

সাকিব আল হাসান কথা বলেছেন নিজের ব্যাটিংয়ের ব্যাপারেও। বিপিএলের ৯ ম্যাচে ১৮৫.১১ স্ট্রাইক রেট ও ৫১.৮৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩১১ রান। এর মধ্যে বিধ্বংসী কিছু ইনিংসও ছিল। নিজের ব্যাটিংয়ে কি বিশেষ কোনো কাজ করেছেন সাকিব?

তিনি বলেছেন, ‘অনুশীলন তো সবসময় করাই হয়। কোনো কিছু যদি মনে হয় একটু ভালো করতে হবে তখন সেগুলো অনুশীলন করার চেষ্টা করি। কোনোটা কাজে আসে কোনোটা আসে না। কিন্তু এটা ধারাবাহিক প্রক্রিয়া। ’

বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘এবার (বিপিএলে) দেখলাম সবাই, যেহেতু পিচগুলো খুব ভালো, কন্ডিশন ভালো ব্যাটারদের জন্য সবাই চেষ্টা করছে যত বেশি রান করা যায়। আপনি দেখেন, যদি এই বিপিএলে অন্য যেকোনো বারের চেয়ে অনেক বেশি রান হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।