ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের হাতে ব্যথা আছে, চিড় নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
লিটনের হাতে ব্যথা আছে, চিড় নেই

সিলেট থেকে: ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের বড় ভরসার নাম ছিলেন লিটন দাস।

এই ব্যাটার শুরুটাও করেছিলেন দারুণ। প্রথম বলেই শফিকুল ইসলামকে হাঁকিয়েছিলেন বাউন্ডারি।

কিন্তু পরের বলই লাফিয়ে উঠে লিটনের হাতে লাগে। বাঁহাতি পেসার শফিকের গুড লেন্থের বল হাতে লাগার পর ব্যথায় কাতরাতে থাকেন লিটন। এরপর তাকে ছাড়তে হয় মাঠও। লিটনকে নিয়ে তাই শঙ্কা তৈরি হয়।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, ‘লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে। ’

খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। সেঞ্চুরি হাঁকান জনাথন চার্লস। ইনিংস শেষে আত্মবিশ্বাসী হলেও লিটন ইনজুরিতে পড়ার পর কিছুটা শঙ্কায় চলে গিয়েছিল কুমিল্লা, এমনটাই জানিয়েছেন ইমরুল।

তিনি বলেছেন, ‘খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা হারবো না। কিন্তু লিটন যখন ইনজুরিতে পড়ে, তখন আমরা কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।