ক্রিকেটার হলেও রাগবি বেন স্টোকসের অন্যতম প্রিয় খেলা। জন্ম থেকেই খেলাটির সঙ্গে বসবাস তার।
কিং’স ক্রস রেল স্টেশন থেকে চুরি হয়েছে স্টোকসের ব্যাগ। যেখানে তার জামা-কাপড় ছিল। চোরকে উদ্দেশ্য করে স্টোকস টুইটারে লেখেন, ‘কিং’স ক্রস রেল স্টেশন থেকে যিনিই আমার ব্যাগ চুরি করেছেন, আশা করি আমার পোশাক আপনার জন্য বড়ই হবে, হ্যাঁ অবশ্যই ...। ’ লেখার সঙ্গে রাগের ইমোজিও জুড়ে দেন স্টোকস। তাতে বুঝাই যাচ্ছে কতটা ক্ষুব্ধ তিনি।
রাগবি ম্যাচ দেখেও নিরাশ হয়ে ফিরতে হয় তাকে। লন্ডনের টুইকেনহ্যাম স্টেডিয়ামে গত ১১ মার্চ ফ্রান্সের কাছে ১০-৫৩ ব্যবধানে হারে ইংল্যান্ড। ঘরের মাঠে স্বাগতিকদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় এটি।
শীতকালীন মৌসুমে ব্যস্ত সময় কাটানোর পর স্টোকসের পুরো মনোযোগ এখন অ্যাশেজে। যদিও এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তার অধীনে গত এক বছরে ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে ইংল্যান্ড। আগামী জুনে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্যের এই ধারা ধরে রাখতে চাইবে তারা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এএইচএস
To who ever stole my bag at King’s Cross train station.
— Ben Stokes (@benstokes38) March 12, 2023
I hope my clothes are to big for you ya absolute ****** ?