ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারানো ‘সম্ভব’ বলে মনে হচ্ছে আয়ারল্যান্ডের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বাংলাদেশকে হারানো ‘সম্ভব’ বলে মনে হচ্ছে আয়ারল্যান্ডের ছবি: শোয়েব মিথুন

প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল ১৫৫ রানের লিড। দ্বিতীয় দিনের শেষ বিকেলে খেলতে নেমে ২৭ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল আয়ার‌ল্যান্ড।

তখন মনে হচ্ছিল জয়টা বোধ হয় সময়ের ব্যাপার। কিন্তু তৃতীয় দিনে ঘুরে গেছে ম্যাচের মোড়। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা।  

পুরো দিনে কেবল ৪ উইকেট হারিয়েছে তারা, করেছে ২৫৯ রান। এখন তারা এগিয়ে আছে ১৩১ রানে। এমন অবস্থায় জয়কেও সম্ভব বলছে আইরিশরা। দলের হয়ে সেঞ্চুরি পেয়েছেন লরকান টাকার। তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে স্বপ্নের কথাই শুনিয়েছেন তিনি। জয় সম্ভব মনে করেন কি না এমন প্রশ্নে টাকার বলেছেন, ‘আমার তেমন মনে হয়। ’

‘উইকেট এখনও খুব ভালো। এটা হয়তো আরও কিছুটা ভাঙবে। হয়তো জাদুকরী কিছু হয়ে যাবে এক রাতে। আমরা জানি উইকেট নিতে পারবো কাল ম্যাচটা জেতার জন্য। বাংলাদেশকে সত্যিকারের (কঠিন) একটা লক্ষ্য দিতে চাই তাড়া করার জন্য। আমাদের মনে হচ্ছে সব চাপই তাদের ওপর।  

তৃতীয় দিনে আইরিশদের ব্যাটিং দেখে উইকেট খুব কঠিন কিছু মনে হয়নি। কত রানের লক্ষ্য দেওয়ার আশা তাদের? টাকার বলছিলেন, ‘আমরা ১৭০-৮০ এর আশেপাশে কিছু পেলে খুশি হবো। আরও ৪০-৫০ রান। ’

নিজেদের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমরা চাপের ভেতর ছিলাম, চেষ্টা করেছি টিকে থাকতে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যত যাবো তত শিখবো। আমরা একটা সময়ের জন্য আটকে ছিলাম এরপর সাফল্য পেয়েছি। কালকে আমরাই এগিয়ে থেকে নামবো। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।