ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লিটনকে বেঞ্চে দেখতে ভালো লাগে না : সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
লিটনকে বেঞ্চে দেখতে ভালো লাগে না : সুজন

শুরুতে বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিন ক্রিকেটার। কিন্তু পরে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান।

দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান ও লিটন দাস খেলতে যান কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজ সুযোগ পেয়েও বাজে পারফর্ম করে জায়গা হারিয়েছেন একাদশে।

একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটনও। প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফেরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবশ্য আশা ছিল আরও সুযোগ পাবেন বাংলাদেশি ওপেনার।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেছেন, ‘কষ্টের একটা জায়গা তো অবশ্যই। লিটন যে মানের প্লেয়ার...হয়তো ওর জন্যও চাপের ম্যাচ ছিল যত বড় খেলোয়াড়ই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। আশা করেছিলাম হয়তো লিটন আরও সুযোগ পাবে। আমি জানি, সুযোগ পেলে মেলে ধরতে পারবে। ওই মানেরই প্লেয়ার সে। ’

’এটা (এক ম্যাচ দেখে বাদ) বাংলাদেশ বলেই কি না বা অন্য কোনো কারণে সেটা জানি না। টিম কম্বিনেশনের ব্যাপার আছে, হয়তো যে ছেলেটা এখন কিপিং করছে, লোকাল, বাড়তি একটা বিদেশি খেলাতে পারছে। আশা করছি যে লিটন আবার সুযোগ পাবে। এবং নিজেকে আরও মেলে ধরবে। তবে হ্যাঁ, একটু তো কষ্টের জায়গা। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না। ’

আয়ারল্যান্ড সিরিজের জন্য লিটন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন পরে। টেস্ট থেকে ছুটি মেলেনি তার। এটিও কি লিটনের কম বা পরে সুযোগ পাওয়ার অন্যতম কারণ? সুজন মনে করেন না তেমনটি। তার কাছে আগে দেশের খেলাই।

তিনি বলেন, ‘না, তেমন না আসলে। শুরু থেকে গেলে ওকে হয়তো খেলাতোই না। জেসন রয়ও তো পরে গেছে। এটা কোনো কারণ না, আমি মনে করি। লিটন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ’

‘ভালো লাগার ব্যাপার ছিল আমাদের ছেলেরা আইপিএল খেলতে যাচ্ছে। যদি না খেলতে পারে সেটা আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। ক্লাব লেভেলেও অনেক দরকার ছিল, ওকে মিস করছি। ক্লাব তো এত গুরুত্বপূর্ণ না, কিন্তু দেশ হলে অনেক বড় হবে। ’

বাংলাদেশ সময় : ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।