ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান

বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে আসল কাজটা আগেই সেরে রেখেছিলেন ব্যাটাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাকি কাজ সারেন দলটির বোলাররা।

আর তাতে ভর করে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শীর্ষে উঠে এলো রাজস্থান রয়্যালস।

২০২৩ আইপিএলের ৩৭তম ম্যাচে আজ চেন্নাইকে ৩২ রানে হারিয়েছে স্যামসন বাহিনী। ঘরের মাঠ জয়পুরে আজ আগে ব্যাট করে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এই মাঠে এটাই সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ৬ উইকেটে ১৭০ রান করতে পারে মহেন্দ্র সিং ধোনির দল।

শুরুতে ব্যাট করতে নেমে রাজস্থানের ব্যাটাররাও তেমন সুবিধা করতে পারছিলেন না। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার যশস্বী জশওয়াল। ৪৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৭ রান করেছেন তিনি। আর শেষদিকে ১৫ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল। এছাড়া ১৩ বলে ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন দেবদূত পাডিক্কাল।

লক্ষ্য তাড়ায় নেমে চেন্নাই অবশ্য শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটিতেই উঠেছিল ৪২ রান। কিন্তু এই জুটিতে মূল ভূমিকা ছিল রুতুরাজ গায়কোয়াড়ের। আরেক ওপেনার ডেভন কনওয়ে ১৬ বল খেলে করেছেন মাত্র ৮ রান। গায়কোয়াড় ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নিলে ফের পথ হারায় চেন্নাই। তবে একপাশে হাল ধরেছিলেন শিভম দুবে।  

দুবের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মঈন আলী (২৩) ও রবীন্দ্র জাদেজাও (২৩*)। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রানের সঙ্গে বলের পার্থক্য তখন অনেক বেশি। ফলে পুরো ২০ ওভার ব্যাট করেও জয়ের মুখ দেখেনি চেন্নাই। শেষ বলে আউট হওয়ার আগে ৫২ রান করেন দুবে। বল হাতে রাজস্থানের অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন ৩ উইকেট।  

এ নিয়ে ৮ ম্যাচে পঞ্চম জয় পাওয়া রাজস্থান ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে চেন্নাই। দুইয়ে থাকা গুজরাট টাইটান্সেরও পয়েন্ট বাকি দুই দলের সমান। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা এক ম্যাচ কম খেলেছে এবং নেট রানরেটও চেন্নাইয়ের চেয়ে ভালো।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।