ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব

আঙুলের চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন সাকিব আল হাসান। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজের ২য় ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান সাকিব। দ্রুতগতির বল সরাসরি তার আঙুলে আঘাত করে। তবে ওই অবস্থায় পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে।  

কিন্তু সাকিবের চোট যে গুরুতর, তা একদিন পরেই জানা গেল। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তার আয়ারল্যান্ড সিরিজ শেষ।

সাকিবকে ছাড়াই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে রোববার (১৪ মে) আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলে সিরিজ উঠবে টাইগারদের হাতে। হারলে হবে সিরিজ ভাগাভাগি।  

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।